কমলনগর প্রতিনিধি : নিজের ক্রয়কৃত জমির প্রকৃত কাগজ নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মনি রানীদাস নামে এক ভুক্তভোগী । সে চরজাঙ্গালিয়া এলাকার সূর্য লাল সরকারের স্ত্রী। বর্তমানে তিনি ঢাকায় গৃহপরিচারিকা কাজ করছেন।
মনিরানী দাস সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার ক্রয়করা জমির নামজারি করতে বিগত দুই বছর আগে উপজেলা ভূমি অফিসে আবেদন করেন। পরে দায়িত্বরত উপজেলা সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা সরেজমিন তদন্ত করে অগ্রগতির জন্য উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কাছে প্রতিবেদন দেন।
অদ্য তার ওই নামজারিটি দিচ্ছেন না এসিল্যান্ড।
আমি ঢাকা থেকে অফিসে আসা যাওয়ায় আমার পঞ্চাশ হাজার টাকা খরচসহ চরম হয়রানির শিকার হচ্ছি। আমার উপর অফিস জুলুম করেছে।আমি এর বিচার চাই। আমি মানুষের বাসাবাড়িতে কাজ করে খাই।
তিনি আরও বলেন ভূমি অফিসের লোকজন তার নামজারি না করে উল্টো কাগজপত্রের প্রমান ছাড়া অমৃত লাল নামে এক লোকের নামকাওয়াস্তে অভিযোগে আমার প্রকৃত জমির নামজারি দিচ্ছেন না বলে অভিযোগ মনিরানীর।
এবিষয়ে অমৃত লাল জানান, এ জমির পাশে আমাদের জমি রয়েছে, তাই আমরা অভিযোগ ।
উপজেলা সার্ভেয়ার পরমেশ্বর চামকা জানান, মনিরানী দাসের কাগজপত্র সঠিকভাবে পেয়ে অগ্রগতির জন্য প্রেরণ করেছি।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামসুদ্দিন মোঃ রেজা বলেন, মনিরানী জমিনের কাগজ আছে সত্য, তবে আরো ভালোভাবে দেখে কাজ করে দিবো।