Dhaka , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আনন্দ টিভির,বহিস্কৃত ডিএনই কর্তৃক এইচ,আর (এড‌মিন)কে হুম‌কি, থানায় জিডি লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামি ধরাছোঁয়ার বাইরে থেকে বাদিনীকে হুমকি অর্থ ও নারী কেলেঙ্কারির অভিযোগে আনন্দ টিভি থেকে বরখাস্ত হলেন ‘প্রশান্ত’ গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না এটা আইন ভাঙার জন্য হয়:ফরহাদ মজহার লক্ষ্মীপুরে গুলীবিদ্ধ আমিনার শয্যাপাশে জামায়াত নেতা :ড.রেজাউল লক্ষ্মীপুরে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ শহিদদের রক্তের বদলা নিতে ‘যে অঙ্গীকার’ করলেন শিবির সভাপতি আ.লীগ নিষিদ্ধে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না : মাহফুজ আলম বাংলাদেশেকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে: এ্যানি বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ

ঢোল,কাঁসর ঘন্টা, শাঁখের ধ্বনিতে  মুখরিত রায়পুরের পূজা মন্ডপগুলো

  • Reporter Name
  • Update Time : ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ৫৮ Time View

রায়পুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীরের মধ্য দিয়ে বুধবার (৯ অক্টোবর) থেকে দূর্গা দেবী ষষ্টাদি দেবির বোধন ও আমন্ত্রণ দিয়ে শুরু হয়েছে এই মহা আনন্দের আয়োজন। ৫ দিন ব্যাপী এই আয়োজনের গতকাল মহা অষ্ঠমী সর্ম্পন্ন। এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মবলম্বীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ- উল্লাস। মণ্ডপে মন্ডপে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মত। সরজমিনে ঘুরে দেখা গেছে, পূজা মন্ডপ গুলোকে দৃষ্টি নন্দিত সাজানো হয়েছে। রায়পুর উপজেলা পূজা  উদযাপন  কমিটিতে থাকা শীর্ষ নেতৃবৃন্দ মিহির কুমার রায়,রবীন্দ্র কর্মকার, দিলীপ বনিক, উত্তম সাহা,বাবুল গোপাল দেবনাথ, সুমন বনিক, শিবু বণিক,সুনীল ঘোষ, বামনী ইউনিয়নের হারাধন মজুমদান,ব্রজেস্বর মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। এ প্রতিনিধিকে জানান , পূজা শুরু থেকে আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করে যাচ্ছি। স্থানীয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ,সামাজিক ব্যক্তিত্ব গণমাধ্যম কর্মী, ইসলামী দলগুলোসহ দলমত নির্বিশেষ আমাদেরকে  আন্তরিক সহযোগিতা করে যাচ্ছেন ও পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা এবং সার্বিক খোঁজখবর নিতে সর্বদায় তৎপর রয়েছে।

এবারে রায়পুর উপজেলায় ১২ টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। সনাতন ধর্মবলম্বীদের ধর্মীয় মতে শারদীয় দুর্গা  পূজার মূল লক্ষ্য হালো প্রতিবছরে শ্রী শ্রী দুর্গা মা শুভ শক্তিকে নিধন করতে ধরা ধামে পৃথিবীতে আগমন করেন। সেই কারণে শারদীয় উৎসব পালন করা হয়। রবিবার (১৩ অক্টোবর) দেবীর ঘোটকে গমনের মধ্য দিয়ে কিংবা দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ মহা আনন্দময় শারদীয় উৎসব।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

আনন্দ টিভির,বহিস্কৃত ডিএনই কর্তৃক এইচ,আর (এড‌মিন)কে হুম‌কি, থানায় জিডি

ঢোল,কাঁসর ঘন্টা, শাঁখের ধ্বনিতে  মুখরিত রায়পুরের পূজা মন্ডপগুলো

Update Time : ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

রায়পুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীরের মধ্য দিয়ে বুধবার (৯ অক্টোবর) থেকে দূর্গা দেবী ষষ্টাদি দেবির বোধন ও আমন্ত্রণ দিয়ে শুরু হয়েছে এই মহা আনন্দের আয়োজন। ৫ দিন ব্যাপী এই আয়োজনের গতকাল মহা অষ্ঠমী সর্ম্পন্ন। এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মবলম্বীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ- উল্লাস। মণ্ডপে মন্ডপে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মত। সরজমিনে ঘুরে দেখা গেছে, পূজা মন্ডপ গুলোকে দৃষ্টি নন্দিত সাজানো হয়েছে। রায়পুর উপজেলা পূজা  উদযাপন  কমিটিতে থাকা শীর্ষ নেতৃবৃন্দ মিহির কুমার রায়,রবীন্দ্র কর্মকার, দিলীপ বনিক, উত্তম সাহা,বাবুল গোপাল দেবনাথ, সুমন বনিক, শিবু বণিক,সুনীল ঘোষ, বামনী ইউনিয়নের হারাধন মজুমদান,ব্রজেস্বর মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। এ প্রতিনিধিকে জানান , পূজা শুরু থেকে আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করে যাচ্ছি। স্থানীয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ,সামাজিক ব্যক্তিত্ব গণমাধ্যম কর্মী, ইসলামী দলগুলোসহ দলমত নির্বিশেষ আমাদেরকে  আন্তরিক সহযোগিতা করে যাচ্ছেন ও পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা এবং সার্বিক খোঁজখবর নিতে সর্বদায় তৎপর রয়েছে।

এবারে রায়পুর উপজেলায় ১২ টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। সনাতন ধর্মবলম্বীদের ধর্মীয় মতে শারদীয় দুর্গা  পূজার মূল লক্ষ্য হালো প্রতিবছরে শ্রী শ্রী দুর্গা মা শুভ শক্তিকে নিধন করতে ধরা ধামে পৃথিবীতে আগমন করেন। সেই কারণে শারদীয় উৎসব পালন করা হয়। রবিবার (১৩ অক্টোবর) দেবীর ঘোটকে গমনের মধ্য দিয়ে কিংবা দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ মহা আনন্দময় শারদীয় উৎসব।