Dhaka , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলনগরে দখলেে দূষণে মৃত জারিরদোনা খাল কমলনগরে ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার  লক্ষ্মীপুরে বহুতল ভবনের পাইলিংয়ের কারণে ভেঙে গেছে সড়ক-দোকানপাট-আতংকে  বাসাবাড়ি সম্মানহানির তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তির অভিযোগ সৌরভের লক্ষ্মীপুরে সিএনজি ফিলিং স্ট্রেশন বন্ধ থাকায় দুর্ভোগে সিএনজি চালকেরা লক্ষ্মীপুর পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযান লক্ষ্মীপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামগতিতে পুলিশ ক্যাম্প ভেঙ্গে সরঞ্জামাদি নিয়ে যাওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ভুমিহীনের ঘর ইউপি সদস্যের দখলে লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান প্রশাসনের

হাতিয়ার সদ্য সাবেক এমপি মোহাম্মদ আলী স্ত্রী পুত্রসহ আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ আগস্ট ২০২৪
  • ১৪৩ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী (হাতিয়া)-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌ-বাহিনীর সদস্যরা।

রোববার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানান, নিরাপত্তার স্বার্থে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিসহ তিনজনকে নৌবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেয়।

তবে তিনি দাবি করেন, তাদের তুলে নিয়ে যাওয়া হয়নি। ওই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।

তিনি আরও অভিযোগ করেন, হাতিয়ার প্রায় সাত লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন মোহাম্মদ আলী।
স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনী এলাকায় বিরোধী মতের কাছে মোহাম্মদ আলী এক আতঙ্কের নাম ছিল। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে ওঠে অনিয়ম ও নৌরাজ্যের স্বর্গরাজ্য।

কমান্ডার মুশফিকুর রহমান আরও জানান, হাতিয়ার আইনশৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রামে পাঠানো হবে। তবে তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

কমলনগরে দখলেে দূষণে মৃত জারিরদোনা খাল

হাতিয়ার সদ্য সাবেক এমপি মোহাম্মদ আলী স্ত্রী পুত্রসহ আটক

Update Time : ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ আগস্ট ২০২৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী (হাতিয়া)-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌ-বাহিনীর সদস্যরা।

রোববার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানান, নিরাপত্তার স্বার্থে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিসহ তিনজনকে নৌবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেয়।

তবে তিনি দাবি করেন, তাদের তুলে নিয়ে যাওয়া হয়নি। ওই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।

তিনি আরও অভিযোগ করেন, হাতিয়ার প্রায় সাত লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন মোহাম্মদ আলী।
স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনী এলাকায় বিরোধী মতের কাছে মোহাম্মদ আলী এক আতঙ্কের নাম ছিল। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে ওঠে অনিয়ম ও নৌরাজ্যের স্বর্গরাজ্য।

কমান্ডার মুশফিকুর রহমান আরও জানান, হাতিয়ার আইনশৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রামে পাঠানো হবে। তবে তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি