Dhaka , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলনগরে মাসিকসভা অনুষ্ঠিত আনন্দ টিভির,বহিস্কৃত ডিএনই কর্তৃক এইচ,আর (এড‌মিন)কে হুম‌কি, থানায় জিডি লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামি ধরাছোঁয়ার বাইরে থেকে বাদিনীকে হুমকি অর্থ ও নারী কেলেঙ্কারির অভিযোগে আনন্দ টিভি থেকে বরখাস্ত হলেন ‘প্রশান্ত’ গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না এটা আইন ভাঙার জন্য হয়:ফরহাদ মজহার লক্ষ্মীপুরে গুলীবিদ্ধ আমিনার শয্যাপাশে জামায়াত নেতা :ড.রেজাউল লক্ষ্মীপুরে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ শহিদদের রক্তের বদলা নিতে ‘যে অঙ্গীকার’ করলেন শিবির সভাপতি আ.লীগ নিষিদ্ধে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না : মাহফুজ আলম বাংলাদেশেকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে: এ্যানি

মানুষের ‘নয়ন’ হয়ে থাকতে চাই এড.নয়ন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ১০৩ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর:ভোটের প্রচারণায় গিয়ে এলাকার মানুষের ‘নয়ন’ হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নিজ ইউনিয়ন চররুহিতা রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি তার ইউনিয়নবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এবার এমপি নির্বাচিত হলে চররুহিতা ইউনিয়নের একটি রাস্তাও কাঁচা থাকবে না।

তিনি বলেন, আমাকে খুঁজতে হয় না। আমি সবসময় আপনাদের চারপাশে আছি। আপনাদের এলাকার উন্নয়ন নিয়েই আমার ভাবনা। আপনারা শুধু আমাকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমার প্রতীক নৌকা। ৭ তারিখ ভোট কেন্দ্র গিয়ে নৌকা মার্কা একটা ভোট দিবেন। আমি আপনাদের দুই চোখের নয়ন হয়ে থাকতে চাই। অতীতে আপনাদের বিপুল ভোটে আমি (নয়ন) এমপি হয়েছি। আপনারাই দেখছেন আমি কি কি উন্নয়ন করছি। আমার এ উন্নয়ন চিত্র অব্যাহত রাখতে একটি করে ভোট চাই আপনাদের। দেখুন মানুষ আগে একটা ডিও লেটারের জন্য এমপিদের পিছু-পিছু ঘুরতো। আর আমি (নয়ন) যেখানে-সেখানে ডিও লেটার দিয়ে আসছি আপনাদের।

তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক। এমপি নয়ন ২০২১ সালে শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ আসনে ১৯৯৬ সালে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর কোনো আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হননি। অবহেলিত রায়পুর আসনে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।

নয়ন উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে মাত্র আড়াই বছর নতুন আরেকটি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে।

বিগত সময়ে নিজের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নয়ন বলেন, রায়পুর আসনে এলজিইডির মাধ্যমে ৩০২ কোটি টাকার রাস্তা ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করেছি। এছাড়াও টি আর কাবিখার মাধ্যমে মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান, স্কুল-কলেজ ও রাস্তাঘাটসহ সামাজিক অবকাঠামোগত সংস্কারে ১৪ কোটি ৬০ লাখ টাকার উন্নয়ন করা হয়েছে। বিনামূল্যে ৬৪৭টি ডিপ টিউবওয়েল বিতরণ করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী ঘোষিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  অনুমোদন, নার্সিং ইনস্টিটিউট অনুমোদন, মিনি স্টেডিয়াম-মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, নৌ-বন্দর উন্নতিকরণসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

কমলনগরে মাসিকসভা অনুষ্ঠিত

মানুষের ‘নয়ন’ হয়ে থাকতে চাই এড.নয়ন

Update Time : ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

বিএম সাগর লক্ষ্মীপুর:ভোটের প্রচারণায় গিয়ে এলাকার মানুষের ‘নয়ন’ হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নিজ ইউনিয়ন চররুহিতা রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি তার ইউনিয়নবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এবার এমপি নির্বাচিত হলে চররুহিতা ইউনিয়নের একটি রাস্তাও কাঁচা থাকবে না।

তিনি বলেন, আমাকে খুঁজতে হয় না। আমি সবসময় আপনাদের চারপাশে আছি। আপনাদের এলাকার উন্নয়ন নিয়েই আমার ভাবনা। আপনারা শুধু আমাকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমার প্রতীক নৌকা। ৭ তারিখ ভোট কেন্দ্র গিয়ে নৌকা মার্কা একটা ভোট দিবেন। আমি আপনাদের দুই চোখের নয়ন হয়ে থাকতে চাই। অতীতে আপনাদের বিপুল ভোটে আমি (নয়ন) এমপি হয়েছি। আপনারাই দেখছেন আমি কি কি উন্নয়ন করছি। আমার এ উন্নয়ন চিত্র অব্যাহত রাখতে একটি করে ভোট চাই আপনাদের। দেখুন মানুষ আগে একটা ডিও লেটারের জন্য এমপিদের পিছু-পিছু ঘুরতো। আর আমি (নয়ন) যেখানে-সেখানে ডিও লেটার দিয়ে আসছি আপনাদের।

তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক। এমপি নয়ন ২০২১ সালে শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ আসনে ১৯৯৬ সালে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর কোনো আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হননি। অবহেলিত রায়পুর আসনে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।

নয়ন উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে মাত্র আড়াই বছর নতুন আরেকটি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে।

বিগত সময়ে নিজের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নয়ন বলেন, রায়পুর আসনে এলজিইডির মাধ্যমে ৩০২ কোটি টাকার রাস্তা ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করেছি। এছাড়াও টি আর কাবিখার মাধ্যমে মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান, স্কুল-কলেজ ও রাস্তাঘাটসহ সামাজিক অবকাঠামোগত সংস্কারে ১৪ কোটি ৬০ লাখ টাকার উন্নয়ন করা হয়েছে। বিনামূল্যে ৬৪৭টি ডিপ টিউবওয়েল বিতরণ করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী ঘোষিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  অনুমোদন, নার্সিং ইনস্টিটিউট অনুমোদন, মিনি স্টেডিয়াম-মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, নৌ-বন্দর উন্নতিকরণসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।